LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের দূরদৃষ্টিতে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা পেলো বাংলাদেশ



এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : বাংলাদেশের মানুষের জীবনে চাওয়া, পাওয়ার হিসাব যেমনি সামান্য তেমনী আবেগ নিয়ন্ত্রণের ব্যাপারটিও। তারঁ চেয়েও বড় সমস্যা এ দেশের মানুষ যখন কিছু পাওয়ার অনুকূল পরিবেশে পদায়ন করে তখন কোন না কোন বিপত্তির উদ্ভব ঘটে। আমাদের স্বাধীনতার পরে বৃহত্তম পাওনা পদ্মা সেতুর দৃশ্যমানতায় বিশ্ব দরবারে বাংলাদেশ যখন শ্রদ্ধাও সভ্যতার আসনে নিজের অবস্থানের সমীহ আদায় করে নিচ্ছেন, তখনই রোহিঙ্গা সমস্যা রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে অনেকটা বিপদজনক অবস্থানে পৌঁছে দিচ্ছিল। শরনার্থী জীবনের অভিজ্ঞতা আমাদের ও সুদুর অতীতের নয়, তাই মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে সরকার বাধাঁ প্রদান না করে প্রয়োজনের তুলনায় অধিক যতœশীল ভূমিকায় অবতীর্ন হয়। সুক্ষ কারসাজী ও সুদুর ষডযন্ত্রের অংশ হিসেবে মায়ানমার যত ধরনের অত্যাচার, হত্যা, ধর্ষণ জ্বালাও পোড়াও আছে ক্ষেত্র বিশেষ অকল্পনীয় পন্থা ও অবলম্বনের পাশাপাশি ভিডিও ধারন করে তা নেটে প্রচার করে চলেছে। যার মূল উদ্দেশ্য প্রধানত সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ কে তথা বাংলার মানুষকে অসহিষনু করে যুদ্ব পরিস্হিতি তৈরীর উস্কানী, তার উপর ইচ্ছাকৃত ভাবে আকাশঁ সীমা লংঘন করে বিভিন্ন ভাবে যুদ্বের আহবান জানাতেও কার্পণ্য করেনি। লোমহর্ষক ভিডিও প্রচারের চেয়েও জঘন্যতম কারন ছিলো আরাকান বাসী ভিডিও টি দেখে নিজের ও স্বজনদের জীবনের মায়ায় যেন তাড়াতাড়ি দেশান্তরি হন। প্রথমটা আশানুরুপ না হলেও শেষ গুলোতে সফলতার মূখ দেখেছে। আরাকান ও তার আশ পাশের ভিটে বাড়ীতে আজ হাহাকারঁ, মানুষ,ও প্রাণী শূন্য। পচাঁ লাশের গন্ধ। মায়ানমার সরকারের যতটা না খনিজ লোভে এহেন জঘন্য তার পরিচয় দিয়েছে, তার চেয়েও বেশী পা দিয়েছে বিশ্বমোড়ল দের কূটচালে। নিকট অতীতে ২০০০ সালের দিকে বার্মা সরকারের বেয়াদবি যে শিক্ষা বাংলাদেশ থেকে পেয়েছে তার একটা পাল্টা জবাব দেওয়ার ফন্দি ও কাজ করেছে। মায়ানমার জালে ঝানু রাজনীতিবিদ বাংলাদেশের সরকার প্রধান কে আটকাঁনো সম্বভ হয়নি। তার উপর বিশ্ব দরবারে রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশ সরকার এমন কাজে লাগিয়েছে যা কল্পনাতেও ছিলো না। অবস্থা আজ "ভাই আমি না ও এমন করতে বাধ্য করেছে" অযুহাত খুজারঁ পর্যায়ে হলেও শেষ চেষ্টা বাংলাদেশের অর্থনীতিক অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করার সর্বশেষ ইচ্ছায় কমপক্ষে সিমিত আকারে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা। এই উদেশ্য দেশের অভ্যন্তরিণ চরদের কাজে লাগানোর জন্য সর্বশেষ চেষ্টারত অবস্থায় হাতে মুলা পাওয়ার মত অবস্থা তৈরী হয় ফেনীতে। ফেনী ইন্সটিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষক পেয়ার আহম্মদ মজুমদারের মৃত্যু ঘটে। আর এ নিয়ে সাম্প্রদায়িক সম্পীতি নষ্টের জন্য ওৎপেতে থাকা শ্রেনী এ সুযোগ কে উস্কানী দিতে বৌদ্ধ কর্তক মুসলিম শিক্ষক হত্যার উদেশ্য মূলক বিভ্রান্তি ছড়াতে উঠে পড়ে লাগে। ফেসবুকের বিভিন্ন ফ্যাক আইডি থেকে উস্কানী মূলক স্ট্যাটাস দিয়ে এ ঘটনায় সাম্প্রদায়িক উস্কানী দেয়া আরাম্ভ করা ছাড়াও এক শ্রেনীর লোকজন মানববন্ধন, কখনো বিক্ষোভ মিছিল আবার কখনো গন জমায়েতের নামে ফেনীতে অরাজকতা তৈরীর নীল নকশাঁর বাস্তবায়ন এর কাছাকাছি চলে আসে। তখনই বিষয়টি নজরে আসে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের। এদের প্রতিহত করতে তিনিও তার সদস্যরা শুরু করেন ভিন্ন খেলা। বর্নিত ঘটনায় পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, লোকদেখানো কর্মসূচির আড়ালে এ শ্রেনীর উদেশ্য ছিলো হঠাৎ উত্তেজিত হয়ে তাদের টার্গেট কৃত অমুসলিম দের উপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজী করা। ফেনীতে এই জাতিগত দাঙ্গার জন্য চট্রগ্রাম সহ পাশাপাশি জেলা হতেও তাদের লোকজনকে এখানে নিয়ে আসার প্রস্তুতি ছিলো। তাই পুলিশ ও মোবাইল টেকিং, আইড়ি বন্ধ ও দুস্কৃতি কারীদের ধরার জন্য দিনরাত মোবাইল টহল, সন্দেহজনক স্থানে চৌকি অবস্থান ও এদের স্থানীয় নেতৃত্ব আটক, সাংবাদিক ও সংবাদপত্রের মাধ্যমে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী সহ মারদাঙ্গা ভূমিকা গ্রহন করে। সমগ্র জেলাকে কয়েকটি ভাগে বিভক্ত করে প্রত্যেকটি ভাগে এক একজন কর্মকর্তার অধীনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়ীত্ব ভাগ করে দেওয়ার মাধ্যমে নিরাপত্তার প্রাচীর তৈরী করে নেয়। ফলে ছাগলনাইয়ার সীমান্তে মাটিয়া গোদা বা সোনাগাজীসহ কয়েকটি স্থানে জড় হওয়ারা যেমনি পালাতে হয়েছে, তেমনি ভাবে তাদের স্থানীয় আশ্রয় দাতাদের অনেকেসহ গেম মেকারদের অনেকেই গ্রেফতার হন আবার অনেকে গ্রেফতার এড়াতে ফেনী ছাড়তে বাধ্য হন। আর এই নিরাপত্তা বেষ্টনী ও নির্ঘুম অবস্থান চলে শনিবার ভোরহতে শুক্রবার বাদ জুমা পর্যন্ত। এ সময়ে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার সহ এডিশন্যাল এসপি, সার্কেল এসপি সহ বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চদ্মবেশে মোটরবাইকে ফেনীর চিহ্নিত স্থান গুলোতে নজরদারি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি ছিলো কঠোরদৃষ্টিপাত, তেমনী ভাবে মসজিদ সহ সকল ধর্মাবলম্বী দের ধর্মীয় স্হানের প্রতিও রাখেন যতœশীল দৃষ্টি। এ ব্যপারে জানতে চাওয়া হলে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার জানান, দুস্কৃতিকারীদের দ্বারায় পরিচালিত ফ্যাক আইড়ি হতে এহেন বিভ্রান্তি ও উস্কানী মূলক স্ট্যাটাস দেওয়ার, বা সাবোটাজ তৈরীর উদ্দ্যেশে বর্তমানে বিশ্বের কাছে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ব করা। দেশের অভ্যন্তুরে বিদ্যমান জাতীয সম্প্রীতি নষ্ট, জাতীর কাংখিত পদ্মাসেতুর অর্জনকে কে ধূলিস্যাৎ সহ জাতিগত বিভেদ সৃষ্টির মাধ্যমে তাদের বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন করার হীন প্রচেষ্টা সহ বাংলাদেশের অর্থনীতির সাকোঁটা ভেঙ্গে দেওয়ার মাধ্যমে তাদের বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন। যদি তারা ফেনীতে শুধু রাস্তায় দাড়াতেও পারতো এখানে সম্পূর্ণ ভাবে তাদের নীলনকশাঁ বাস্তবায়না করা সম্ভব না হলেও দেশের বিভিন্ন স্হানের তাদের দোসরদের উৎসাহ দিয়ে দেশের যে কোন স্থানে লাশ ফেলার। যার ফলশ্রুতিতে জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরী করে দেশ ও সরকারকে বিপদে ফেলা। তিনি আরো বলেন, আমরা বিষয়টির প্রতি এখনো অধিকতর গুরুত্বদিয়ে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার আরো বলেন, এহেন সংকটময় সময়ে দেশের সকল নাগরিককে ধৈর্য, সাহসীকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ফেনীতে যুদ্বদেহী পরিস্থিতির নিয়ন্ত্রন ও দুস্কৃতিকারীদের চক্রান্ত ধুলিসাৎ করে দেওয়ার কৃর্তিত্বকে একা নিজের অস্বীকার করে তিনি বলেন, ফেনীর সচেতন নাগরিক, যুবসম্প্রদায়, সাংবাদিক, ফেনীর রাজনিতিক বর্গ, জেলা প্রশাসক ও পুলিশের সকল সদস্যের সফলতা বলে উল্লেখ করে বলেন, শহর কিংবা গ্রামে সন্দেহজনক উপস্থিতি ও পরিস্থিতি সাথে সাথে পুলিশ কে জানানোর জন্য ও সবার প্রতি তিনি আহবান জানান। সূত্র: ফেনীর সমসায়ীক । পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের দূরদৃষ্টিতে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা পেলো বাংলাদেশ এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : বাংলাদেশের মানুষের জীবনে চাওয়া, পাওয়ার হিসাব যেমনি সামান্য তেমনী আবেগ নিয়ন্ত্রণের ব্যাপারটিও। তারঁ চেয়েও বড় সমস্যা এ দেশের মানুষ যখন কিছু পাওয়ার অনুকূল পরিবেশে পদায়ন করে তখন কোন না কোন বিপত্তির উদ্ভব ঘটে। আমাদের স্বাধীনতার পরে বৃহত্তম পাওনা পদ্মা সেতুর দৃশ্যমানতায় বিশ্ব দরবারে বাংলাদেশ যখন শ্রদ্ধাও সভ্যতার আসনে নিজের অবস্থানের সমীহ আদায় করে নিচ্ছেন, তখনই রোহিঙ্গা সমস্যা রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে অনেকটা বিপদজনক অবস্থানে পৌঁছে দিচ্ছিল। শরনার্থী জীবনের অভিজ্ঞতা আমাদের ও সুদুর অতীতের নয়, তাই মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে সরকার বাধাঁ প্রদান না করে প্রয়োজনের তুলনায় অধিক যতœশীল ভূমিকায় অবতীর্ন হয়। সুক্ষ কারসাজী ও সুদুর ষডযন্ত্রের অংশ হিসেবে মায়ানমার যত ধরনের অত্যাচার, হত্যা, ধর্ষণ জ্বালাও পোড়াও আছে ক্ষেত্র বিশেষ অকল্পনীয় পন্থা ও অবলম্বনের পাশাপাশি ভিডিও ধারন করে তা নেটে প্রচার করে চলেছে। যার মূল উদ্দেশ্য প্রধানত সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ কে তথা বাংলার মানুষকে অসহিষনু করে যুদ্ব পরিস্হিতি তৈরীর উস্কানী, তার উপর ইচ্ছাকৃত ভাবে আকাশঁ সীমা লংঘন করে বিভিন্ন ভাবে যুদ্বের আহবান জানাতেও কার্পণ্য করেনি। লোমহর্ষক ভিডিও প্রচারের চেয়েও জঘন্যতম কারন ছিলো আরাকান বাসী ভিডিও টি দেখে নিজের ও স্বজনদের জীবনের মায়ায় যেন তাড়াতাড়ি দেশান্তরি হন। প্রথমটা আশানুরুপ না হলেও শেষ গুলোতে সফলতার মূখ দেখেছে। আরাকান ও তার আশ পাশের ভিটে বাড়ীতে আজ হাহাকারঁ, মানুষ,ও প্রাণী শূন্য। পচাঁ লাশের গন্ধ। মায়ানমার সরকারের যতটা না খনিজ লোভে এহেন জঘন্য তার পরিচয় দিয়েছে, তার চেয়েও বেশী পা দিয়েছে বিশ্বমোড়ল দের কূটচালে। নিকট অতীতে ২০০০ সালের দিকে বার্মা সরকারের বেয়াদবি যে শিক্ষা বাংলাদেশ থেকে পেয়েছে তার একটা পাল্টা জবাব দেওয়ার ফন্দি ও কাজ করেছে। মায়ানমার জালে ঝানু রাজনীতিবিদ বাংলাদেশের সরকার প্রধান কে আটকাঁনো সম্বভ হয়নি। তার উপর বিশ্ব দরবারে রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশ সরকার এমন কাজে লাগিয়েছে যা কল্পনাতেও ছিলো না। অবস্থা আজ "ভাই আমি না ও এমন করতে বাধ্য করেছে" অযুহাত খুজারঁ পর্যায়ে হলেও শেষ চেষ্টা বাংলাদেশের অর্থনীতিক অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করার সর্বশেষ ইচ্ছায় কমপক্ষে সিমিত আকারে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা। এই উদেশ্য দেশের অভ্যন্তরিণ চরদের কাজে লাগানোর জন্য সর্বশেষ চেষ্টারত অবস্থায় হাতে মুলা পাওয়ার মত অবস্থা তৈরী হয় ফেনীতে। ফেনী ইন্সটিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষক পেয়ার আহম্মদ মজুমদারের মৃত্যু ঘটে। আর এ নিয়ে সাম্প্রদায়িক সম্পীতি নষ্টের জন্য ওৎপেতে থাকা শ্রেনী এ সুযোগ কে উস্কানী দিতে বৌদ্ধ কর্তক মুসলিম শিক্ষক হত্যার উদেশ্য মূলক বিভ্রান্তি ছড়াতে উঠে পড়ে লাগে। ফেসবুকের বিভিন্ন ফ্যাক আইডি থেকে উস্কানী মূলক স্ট্যাটাস দিয়ে এ ঘটনায় সাম্প্রদায়িক উস্কানী দেয়া আরাম্ভ করা ছাড়াও এক শ্রেনীর লোকজন মানববন্ধন, কখনো বিক্ষোভ মিছিল আবার কখনো গন জমায়েতের নামে ফেনীতে অরাজকতা তৈরীর নীল নকশাঁর বাস্তবায়ন এর কাছাকাছি চলে আসে। তখনই বিষয়টি নজরে আসে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের। এদের প্রতিহত করতে তিনিও তার সদস্যরা শুরু করেন ভিন্ন খেলা। বর্নিত ঘটনায় পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, লোকদেখানো কর্মসূচির আড়ালে এ শ্রেনীর উদেশ্য ছিলো হঠাৎ উত্তেজিত হয়ে তাদের টার্গেট কৃত অমুসলিম দের উপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজী করা। ফেনীতে এই জাতিগত দাঙ্গার জন্য চট্রগ্রাম সহ পাশাপাশি জেলা হতেও তাদের লোকজনকে এখানে নিয়ে আসার প্রস্তুতি ছিলো। তাই পুলিশ ও মোবাইল টেকিং, আইড়ি বন্ধ ও দুস্কৃতি কারীদের ধরার জন্য দিনরাত মোবাইল টহল, সন্দেহজনক স্থানে চৌকি অবস্থান ও এদের স্থানীয় নেতৃত্ব আটক, সাংবাদিক ও সংবাদপত্রের মাধ্যমে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী সহ মারদাঙ্গা ভূমিকা গ্রহন করে। সমগ্র জেলাকে কয়েকটি ভাগে বিভক্ত করে প্রত্যেকটি ভাগে এক একজন কর্মকর্তার অধীনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়ীত্ব ভাগ করে দেওয়ার মাধ্যমে নিরাপত্তার প্রাচীর তৈরী করে নেয়। ফলে ছাগলনাইয়ার সীমান্তে মাটিয়া গোদা বা সোনাগাজীসহ কয়েকটি স্থানে জড় হওয়ারা যেমনি পালাতে হয়েছে, তেমনি ভাবে তাদের স্থানীয় আশ্রয় দাতাদের অনেকেসহ গেম মেকারদের অনেকেই গ্রেফতার হন আবার অনেকে গ্রেফতার এড়াতে ফেনী ছাড়তে বাধ্য হন। আর এই নিরাপত্তা বেষ্টনী ও নির্ঘুম অবস্থান চলে শনিবার ভোরহতে শুক্রবার বাদ জুমা পর্যন্ত। এ সময়ে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার সহ এডিশন্যাল এসপি, সার্কেল এসপি সহ বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চদ্মবেশে মোটরবাইকে ফেনীর চিহ্নিত স্থান গুলোতে নজরদারি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি ছিলো কঠোরদৃষ্টিপাত, তেমনী ভাবে মসজিদ সহ সকল ধর্মাবলম্বী দের ধর্মীয় স্হানের প্রতিও রাখেন যতœশীল দৃষ্টি। এ ব্যপারে জানতে চাওয়া হলে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার জানান, দুস্কৃতিকারীদের দ্বারায় পরিচালিত ফ্যাক আইড়ি হতে এহেন বিভ্রান্তি ও উস্কানী মূলক স্ট্যাটাস দেওয়ার, বা সাবোটাজ তৈরীর উদ্দ্যেশে বর্তমানে বিশ্বের কাছে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ব করা। দেশের অভ্যন্তুরে বিদ্যমান জাতীয সম্প্রীতি নষ্ট, জাতীর কাংখিত পদ্মাসেতুর অর্জনকে কে ধূলিস্যাৎ সহ জাতিগত বিভেদ সৃষ্টির মাধ্যমে তাদের বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন করার হীন প্রচেষ্টা সহ বাংলাদেশের অর্থনীতির সাকোঁটা ভেঙ্গে দেওয়ার মাধ্যমে তাদের বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন। যদি তারা ফেনীতে শুধু রাস্তায় দাড়াতেও পারতো এখানে সম্পূর্ণ ভাবে তাদের নীলনকশাঁ বাস্তবায়না করা সম্ভব না হলেও দেশের বিভিন্ন স্হানের তাদের দোসরদের উৎসাহ দিয়ে দেশের যে কোন স্থানে লাশ ফেলার। যার ফলশ্রুতিতে জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরী করে দেশ ও সরকারকে বিপদে ফেলা। তিনি আরো বলেন, আমরা বিষয়টির প্রতি এখনো অধিকতর গুরুত্বদিয়ে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার আরো বলেন, এহেন সংকটময় সময়ে দেশের সকল নাগরিককে ধৈর্য, সাহসীকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ফেনীতে যুদ্বদেহী পরিস্থিতির নিয়ন্ত্রন ও দুস্কৃতিকারীদের চক্রান্ত ধুলিসাৎ করে দেওয়ার কৃর্তিত্বকে একা নিজের অস্বীকার করে তিনি বলেন, ফেনীর সচেতন নাগরিক, যুবসম্প্রদায়, সাংবাদিক, ফেনীর রাজনিতিক বর্গ, জেলা প্রশাসক ও পুলিশের সকল সদস্যের সফলতা বলে উল্লেখ করে বলেন, শহর কিংবা গ্রামে সন্দেহজনক উপস্থিতি ও পরিস্থিতি সাথে সাথে পুলিশ কে জানানোর জন্য ও সবার প্রতি তিনি আহবান জানান। সূত্র: ফেনীর সমসায়ীক । পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের দূরদৃষ্টিতে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা পেলো বাংলাদেশ এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : বাংলাদেশের মানুষের জীবনে চাওয়া, পাওয়ার হিসাব যেমনি সামান্য তেমনী আবেগ নিয়ন্ত্রণের ব্যাপারটিও। তারঁ চেয়েও বড় সমস্যা এ দেশের মানুষ যখন কিছু পাওয়ার অনুকূল পরিবেশে পদায়ন করে তখন কোন না কোন বিপত্তির উদ্ভব ঘটে। আমাদের স্বাধীনতার পরে বৃহত্তম পাওনা পদ্মা সেতুর দৃশ্যমানতায় বিশ্ব দরবারে বাংলাদেশ যখন শ্রদ্ধাও সভ্যতার আসনে নিজের অবস্থানের সমীহ আদায় করে নিচ্ছেন, তখনই রোহিঙ্গা সমস্যা রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে অনেকটা বিপদজনক অবস্থানে পৌঁছে দিচ্ছিল। শরনার্থী জীবনের অভিজ্ঞতা আমাদের ও সুদুর অতীতের নয়, তাই মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে সরকার বাধাঁ প্রদান না করে প্রয়োজনের তুলনায় অধিক যতœশীল ভূমিকায় অবতীর্ন হয়। সুক্ষ কারসাজী ও সুদুর ষডযন্ত্রের অংশ হিসেবে মায়ানমার যত ধরনের অত্যাচার, হত্যা, ধর্ষণ জ্বালাও পোড়াও আছে ক্ষেত্র বিশেষ অকল্পনীয় পন্থা ও অবলম্বনের পাশাপাশি ভিডিও ধারন করে তা নেটে প্রচার করে চলেছে। যার মূল উদ্দেশ্য প্রধানত সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ কে তথা বাংলার মানুষকে অসহিষনু করে যুদ্ব পরিস্হিতি তৈরীর উস্কানী, তার উপর ইচ্ছাকৃত ভাবে আকাশঁ সীমা লংঘন করে বিভিন্ন ভাবে যুদ্বের আহবান জানাতেও কার্পণ্য করেনি। লোমহর্ষক ভিডিও প্রচারের চেয়েও জঘন্যতম কারন ছিলো আরাকান বাসী ভিডিও টি দেখে নিজের ও স্বজনদের জীবনের মায়ায় যেন তাড়াতাড়ি দেশান্তরি হন। প্রথমটা আশানুরুপ না হলেও শেষ গুলোতে সফলতার মূখ দেখেছে। আরাকান ও তার আশ পাশের ভিটে বাড়ীতে আজ হাহাকারঁ, মানুষ,ও প্রাণী শূন্য। পচাঁ লাশের গন্ধ। মায়ানমার সরকারের যতটা না খনিজ লোভে এহেন জঘন্য তার পরিচয় দিয়েছে, তার চেয়েও বেশী পা দিয়েছে বিশ্বমোড়ল দের কূটচালে। নিকট অতীতে ২০০০ সালের দিকে বার্মা সরকারের বেয়াদবি যে শিক্ষা বাংলাদেশ থেকে পেয়েছে তার একটা পাল্টা জবাব দেওয়ার ফন্দি ও কাজ করেছে। মায়ানমার জালে ঝানু রাজনীতিবিদ বাংলাদেশের সরকার প্রধান কে আটকাঁনো সম্বভ হয়নি। তার উপর বিশ্ব দরবারে রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশ সরকার এমন কাজে লাগিয়েছে যা কল্পনাতেও ছিলো না। অবস্থা আজ "ভাই আমি না ও এমন করতে বাধ্য করেছে" অযুহাত খুজারঁ পর্যায়ে হলেও শেষ চেষ্টা বাংলাদেশের অর্থনীতিক অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করার সর্বশেষ ইচ্ছায় কমপক্ষে সিমিত আকারে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা। এই উদেশ্য দেশের অভ্যন্তরিণ চরদের কাজে লাগানোর জন্য সর্বশেষ চেষ্টারত অবস্থায় হাতে মুলা পাওয়ার মত অবস্থা তৈরী হয় ফেনীতে। ফেনী ইন্সটিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষক পেয়ার আহম্মদ মজুমদারের মৃত্যু ঘটে। আর এ নিয়ে সাম্প্রদায়িক সম্পীতি নষ্টের জন্য ওৎপেতে থাকা শ্রেনী এ সুযোগ কে উস্কানী দিতে বৌদ্ধ কর্তক মুসলিম শিক্ষক হত্যার উদেশ্য মূলক বিভ্রান্তি ছড়াতে উঠে পড়ে লাগে। ফেসবুকের বিভিন্ন ফ্যাক আইডি থেকে উস্কানী মূলক স্ট্যাটাস দিয়ে এ ঘটনায় সাম্প্রদায়িক উস্কানী দেয়া আরাম্ভ করা ছাড়াও এক শ্রেনীর লোকজন মানববন্ধন, কখনো বিক্ষোভ মিছিল আবার কখনো গন জমায়েতের নামে ফেনীতে অরাজকতা তৈরীর নীল নকশাঁর বাস্তবায়ন এর কাছাকাছি চলে আসে। তখনই বিষয়টি নজরে আসে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের। এদের প্রতিহত করতে তিনিও তার সদস্যরা শুরু করেন ভিন্ন খেলা। বর্নিত ঘটনায় পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, লোকদেখানো কর্মসূচির আড়ালে এ শ্রেনীর উদেশ্য ছিলো হঠাৎ উত্তেজিত হয়ে তাদের টার্গেট কৃত অমুসলিম দের উপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজী করা। ফেনীতে এই জাতিগত দাঙ্গার জন্য চট্রগ্রাম সহ পাশাপাশি জেলা হতেও তাদের লোকজনকে এখানে নিয়ে আসার প্রস্তুতি ছিলো। তাই পুলিশ ও মোবাইল টেকিং, আইড়ি বন্ধ ও দুস্কৃতি কারীদের ধরার জন্য দিনরাত মোবাইল টহল, সন্দেহজনক স্থানে চৌকি অবস্থান ও এদের স্থানীয় নেতৃত্ব আটক, সাংবাদিক ও সংবাদপত্রের মাধ্যমে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী সহ মারদাঙ্গা ভূমিকা গ্রহন করে। সমগ্র জেলাকে কয়েকটি ভাগে বিভক্ত করে প্রত্যেকটি ভাগে এক একজন কর্মকর্তার অধীনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়ীত্ব ভাগ করে দেওয়ার মাধ্যমে নিরাপত্তার প্রাচীর তৈরী করে নেয়। ফলে ছাগলনাইয়ার সীমান্তে মাটিয়া গোদা বা সোনাগাজীসহ কয়েকটি স্থানে জড় হওয়ারা যেমনি পালাতে হয়েছে, তেমনি ভাবে তাদের স্থানীয় আশ্রয় দাতাদের অনেকেসহ গেম মেকারদের অনেকেই গ্রেফতার হন আবার অনেকে গ্রেফতার এড়াতে ফেনী ছাড়তে বাধ্য হন। আর এই নিরাপত্তা বেষ্টনী ও নির্ঘুম অবস্থান চলে শনিবার ভোরহতে শুক্রবার বাদ জুমা পর্যন্ত। এ সময়ে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার সহ এডিশন্যাল এসপি, সার্কেল এসপি সহ বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চদ্মবেশে মোটরবাইকে ফেনীর চিহ্নিত স্থান গুলোতে নজরদারি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি ছিলো কঠোরদৃষ্টিপাত, তেমনী ভাবে মসজিদ সহ সকল ধর্মাবলম্বী দের ধর্মীয় স্হানের প্রতিও রাখেন যতœশীল দৃষ্টি। এ ব্যপারে জানতে চাওয়া হলে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার জানান, দুস্কৃতিকারীদের দ্বারায় পরিচালিত ফ্যাক আইড়ি হতে এহেন বিভ্রান্তি ও উস্কানী মূলক স্ট্যাটাস দেওয়ার, বা সাবোটাজ তৈরীর উদ্দ্যেশে বর্তমানে বিশ্বের কাছে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ব করা। দেশের অভ্যন্তুরে বিদ্যমান জাতীয সম্প্রীতি নষ্ট, জাতীর কাংখিত পদ্মাসেতুর অর্জনকে কে ধূলিস্যাৎ সহ জাতিগত বিভেদ সৃষ্টির মাধ্যমে তাদের বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন করার হীন প্রচেষ্টা সহ বাংলাদেশের অর্থনীতির সাকোঁটা ভেঙ্গে দেওয়ার মাধ্যমে তাদের বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন। যদি তারা ফেনীতে শুধু রাস্তায় দাড়াতেও পারতো এখানে সম্পূর্ণ ভাবে তাদের নীলনকশাঁ বাস্তবায়না করা সম্ভব না হলেও দেশের বিভিন্ন স্হানের তাদের দোসরদের উৎসাহ দিয়ে দেশের যে কোন স্থানে লাশ ফেলার। যার ফলশ্রুতিতে জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরী করে দেশ ও সরকারকে বিপদে ফেলা। তিনি আরো বলেন, আমরা বিষয়টির প্রতি এখনো অধিকতর গুরুত্বদিয়ে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার আরো বলেন, এহেন সংকটময় সময়ে দেশের সকল নাগরিককে ধৈর্য, সাহসীকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ফেনীতে যুদ্বদেহী পরিস্থিতির নিয়ন্ত্রন ও দুস্কৃতিকারীদের চক্রান্ত ধুলিসাৎ করে দেওয়ার কৃর্তিত্বকে একা নিজের অস্বীকার করে তিনি বলেন, ফেনীর সচেতন নাগরিক, যুবসম্প্রদায়, সাংবাদিক, ফেনীর রাজনিতিক বর্গ, জেলা প্রশাসক ও পুলিশের সকল সদস্যের সফলতা বলে উল্লেখ করে বলেন, শহর কিংবা গ্রামে সন্দেহজনক উপস্থিতি ও পরিস্থিতি সাথে সাথে পুলিশ কে জানানোর জন্য ও সবার প্রতি তিনি আহবান জানান। সূত্র: ফেনীর সমসায়ীক । পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের দূরদৃষ্টিতে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা পেলো বাংলাদেশ এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : বাংলাদেশের মানুষের জীবনে চাওয়া, পাওয়ার হিসাব যেমনি সামান্য তেমনী আবেগ নিয়ন্ত্রণের ব্যাপারটিও। তারঁ চেয়েও বড় সমস্যা এ দেশের মানুষ যখন কিছু পাওয়ার অনুকূল পরিবেশে পদায়ন করে তখন কোন না কোন বিপত্তির উদ্ভব ঘটে। আমাদের স্বাধীনতার পরে বৃহত্তম পাওনা পদ্মা সেতুর দৃশ্যমানতায় বিশ্ব দরবারে বাংলাদেশ যখন শ্রদ্ধাও সভ্যতার আসনে নিজের অবস্থানের সমীহ আদায় করে নিচ্ছেন, তখনই রোহিঙ্গা সমস্যা রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে অনেকটা বিপদজনক অবস্থানে পৌঁছে দিচ্ছিল। শরনার্থী জীবনের অভিজ্ঞতা আমাদের ও সুদুর অতীতের নয়, তাই মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে সরকার বাধাঁ প্রদান না করে প্রয়োজনের তুলনায় অধিক যতœশীল ভূমিকায় অবতীর্ন হয়। সুক্ষ কারসাজী ও সুদুর ষডযন্ত্রের অংশ হিসেবে মায়ানমার যত ধরনের অত্যাচার, হত্যা, ধর্ষণ জ্বালাও পোড়াও আছে ক্ষেত্র বিশেষ অকল্পনীয় পন্থা ও অবলম্বনের পাশাপাশি ভিডিও ধারন করে তা নেটে প্রচার করে চলেছে। যার মূল উদ্দেশ্য প্রধানত সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ কে তথা বাংলার মানুষকে অসহিষনু করে যুদ্ব পরিস্হিতি তৈরীর উস্কানী, তার উপর ইচ্ছাকৃত ভাবে আকাশঁ সীমা লংঘন করে বিভিন্ন ভাবে যুদ্বের আহবান জানাতেও কার্পণ্য করেনি। লোমহর্ষক ভিডিও প্রচারের চেয়েও জঘন্যতম কারন ছিলো আরাকান বাসী ভিডিও টি দেখে নিজের ও স্বজনদের জীবনের মায়ায় যেন তাড়াতাড়ি দেশান্তরি হন। প্রথমটা আশানুরুপ না হলেও শেষ গুলোতে সফলতার মূখ দেখেছে। আরাকান ও তার আশ পাশের ভিটে বাড়ীতে আজ হাহাকারঁ, মানুষ,ও প্রাণী শূন্য। পচাঁ লাশের গন্ধ। মায়ানমার সরকারের যতটা না খনিজ লোভে এহেন জঘন্য তার পরিচয় দিয়েছে, তার চেয়েও বেশী পা দিয়েছে বিশ্বমোড়ল দের কূটচালে। নিকট অতীতে ২০০০ সালের দিকে বার্মা সরকারের বেয়াদবি যে শিক্ষা বাংলাদেশ থেকে পেয়েছে তার একটা পাল্টা জবাব দেওয়ার ফন্দি ও কাজ করেছে। মায়ানমার জালে ঝানু রাজনীতিবিদ বাংলাদেশের সরকার প্রধান কে আটকাঁনো সম্বভ হয়নি। তার উপর বিশ্ব দরবারে রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশ সরকার এমন কাজে লাগিয়েছে যা কল্পনাতেও ছিলো না। অবস্থা আজ "ভাই আমি না ও এমন করতে বাধ্য করেছে" অযুহাত খুজারঁ পর্যায়ে হলেও শেষ চেষ্টা বাংলাদেশের অর্থনীতিক অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করার সর্বশেষ ইচ্ছায় কমপক্ষে সিমিত আকারে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা। এই উদেশ্য দেশের অভ্যন্তরিণ চরদের কাজে লাগানোর জন্য সর্বশেষ চেষ্টারত অবস্থায় হাতে মুলা পাওয়ার মত অবস্থা তৈরী হয় ফেনীতে। ফেনী ইন্সটিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির শিক্ষক পেয়ার আহম্মদ মজুমদারের মৃত্যু ঘটে। আর এ নিয়ে সাম্প্রদায়িক সম্পীতি নষ্টের জন্য ওৎপেতে থাকা শ্রেনী এ সুযোগ কে উস্কানী দিতে বৌদ্ধ কর্তক মুসলিম শিক্ষক হত্যার উদেশ্য মূলক বিভ্রান্তি ছড়াতে উঠে পড়ে লাগে। ফেসবুকের বিভিন্ন ফ্যাক আইডি থেকে উস্কানী মূলক স্ট্যাটাস দিয়ে এ ঘটনায় সাম্প্রদায়িক উস্কানী দেয়া আরাম্ভ করা ছাড়াও এক শ্রেনীর লোকজন মানববন্ধন, কখনো বিক্ষোভ মিছিল আবার কখনো গন জমায়েতের নামে ফেনীতে অরাজকতা তৈরীর নীল নকশাঁর বাস্তবায়ন এর কাছাকাছি চলে আসে। তখনই বিষয়টি নজরে আসে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের। এদের প্রতিহত করতে তিনিও তার সদস্যরা শুরু করেন ভিন্ন খেলা। বর্নিত ঘটনায় পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, লোকদেখানো কর্মসূচির আড়ালে এ শ্রেনীর উদেশ্য ছিলো হঠাৎ উত্তেজিত হয়ে তাদের টার্গেট কৃত অমুসলিম দের উপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজী করা। ফেনীতে এই জাতিগত দাঙ্গার জন্য চট্রগ্রাম সহ পাশাপাশি জেলা হতেও তাদের লোকজনকে এখানে নিয়ে আসার প্রস্তুতি ছিলো। তাই পুলিশ ও মোবাইল টেকিং, আইড়ি বন্ধ ও দুস্কৃতি কারীদের ধরার জন্য দিনরাত মোবাইল টহল, সন্দেহজনক স্থানে চৌকি অবস্থান ও এদের স্থানীয় নেতৃত্ব আটক, সাংবাদিক ও সংবাদপত্রের মাধ্যমে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী সহ মারদাঙ্গা ভূমিকা গ্রহন করে। সমগ্র জেলাকে কয়েকটি ভাগে বিভক্ত করে প্রত্যেকটি ভাগে এক একজন কর্মকর্তার অধীনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়ীত্ব ভাগ করে দেওয়ার মাধ্যমে নিরাপত্তার প্রাচীর তৈরী করে নেয়। ফলে ছাগলনাইয়ার সীমান্তে মাটিয়া গোদা বা সোনাগাজীসহ কয়েকটি স্থানে জড় হওয়ারা যেমনি পালাতে হয়েছে, তেমনি ভাবে তাদের স্থানীয় আশ্রয় দাতাদের অনেকেসহ গেম মেকারদের অনেকেই গ্রেফতার হন আবার অনেকে গ্রেফতার এড়াতে ফেনী ছাড়তে বাধ্য হন। আর এই নিরাপত্তা বেষ্টনী ও নির্ঘুম অবস্থান চলে শনিবার ভোরহতে শুক্রবার বাদ জুমা পর্যন্ত। এ সময়ে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার সহ এডিশন্যাল এসপি, সার্কেল এসপি সহ বিভিন্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চদ্মবেশে মোটরবাইকে ফেনীর চিহ্নিত স্থান গুলোতে নজরদারি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি ছিলো কঠোরদৃষ্টিপাত, তেমনী ভাবে মসজিদ সহ সকল ধর্মাবলম্বী দের ধর্মীয় স্হানের প্রতিও রাখেন যতœশীল দৃষ্টি। এ ব্যপারে জানতে চাওয়া হলে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার জানান, দুস্কৃতিকারীদের দ্বারায় পরিচালিত ফ্যাক আইড়ি হতে এহেন বিভ্রান্তি ও উস্কানী মূলক স্ট্যাটাস দেওয়ার, বা সাবোটাজ তৈরীর উদ্দ্যেশে বর্তমানে বিশ্বের কাছে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ব করা। দেশের অভ্যন্তুরে বিদ্যমান জাতীয সম্প্রীতি নষ্ট, জাতীর কাংখিত পদ্মাসেতুর অর্জনকে কে ধূলিস্যাৎ সহ জাতিগত বিভেদ সৃষ্টির মাধ্যমে তাদের বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন করার হীন প্রচেষ্টা সহ বাংলাদেশের অর্থনীতির সাকোঁটা ভেঙ্গে দেওয়ার মাধ্যমে তাদের বিদেশী প্রভূদের এজেন্ডা বাস্তবায়ন। যদি তারা ফেনীতে শুধু রাস্তায় দাড়াতেও পারতো এখানে সম্পূর্ণ ভাবে তাদের নীলনকশাঁ বাস্তবায়না করা সম্ভব না হলেও দেশের বিভিন্ন স্হানের তাদের দোসরদের উৎসাহ দিয়ে দেশের যে কোন স্থানে লাশ ফেলার। যার ফলশ্রুতিতে জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরী করে দেশ ও সরকারকে বিপদে ফেলা। তিনি আরো বলেন, আমরা বিষয়টির প্রতি এখনো অধিকতর গুরুত্বদিয়ে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার আরো বলেন, এহেন সংকটময় সময়ে দেশের সকল নাগরিককে ধৈর্য, সাহসীকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ফেনীতে যুদ্বদেহী পরিস্থিতির নিয়ন্ত্রন ও দুস্কৃতিকারীদের চক্রান্ত ধুলিসাৎ করে দেওয়ার কৃর্তিত্বকে একা নিজের অস্বীকার করে তিনি বলেন, ফেনীর সচেতন নাগরিক, যুবসম্প্রদায়, সাংবাদিক, ফেনীর রাজনিতিক বর্গ, জেলা প্রশাসক ও পুলিশের সকল সদস্যের সফলতা বলে উল্লেখ করে বলেন, শহর কিংবা গ্রামে সন্দেহজনক উপস্থিতি ও পরিস্থিতি সাথে সাথে পুলিশ কে জানানোর জন্য ও সবার প্রতি তিনি আহবান জানান। সূত্র: ফেনীর সমসায়ীক ।


1